এম.পলাশ শরী, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে তেলিগাতি ইউনিয়নে ৫ কিলোমিটার খালের অবৈধ বাঁধ কেটে পানি চলাচলের উন্মুক্ত করলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মালেক।
বৃহস্পতিবার বেলা ১২টায় তেলিগাতি গ্রামে ইছামতি নদীর প্রশাখা তেলিগাতি হয়ে হরগাতি অভিমুখী দড়াটানা নদীর সাথে সংযোগ ৫ কিলোমিটার এ খালটির বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে আটকে রেখে পানি চলাচল বন্ধ করে ব্যাক্তিসার্থে মৎস্য ঘের করে আটকে রেখেছে প্রভাবশালীরা।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকতার নির্দেশনায় দুটি স্থানে বাঁধ কেটে দিলেন সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা মো. আব্দুল মালেক।
এ সময় ইউপি চেয়ারম্যান মোরর্শেদা আক্তার, পুলিশের একটি টিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী নদী ও খাল বিল জলাশয় রক্ষার্থে ভূমি মন্ত্রণালয়ের ডেলটা প্রকল্পের মাধ্যমে আটকে থাকা খালগুলোর পানি চলাচল সুগম করা হবে। প্রতিটি ইউনিয়নের অবৈধভাবে বাঁধ দিয়ে আটকে রাখা খালগুলো পর্যায়ক্রমে কেটে দিয়ে উন্মুক্ত করা হচ্ছে।
সময় জার্নাল/এলআর