বিনোদন ডেস্ক:
সাবেক বিশ্ব সুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘ বিরতি পর আবারও অভিনয়ের ঝলক দেখাতে আসছেন তিনি। ‘পুণ্যিয়ানি সেলভান’ ছবি দিয়ে পর্দায় ফিরছেন সবার প্রিয় অ্যাশ। মণিরত্নম পরিচালিত তামিল সিনেমাটিতে ঐশ্বরিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করবেন।
৬ জুলাই এর পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে পঘুভুরের রানি চরিত্রে হাজির ঐশ্বরিয়া রাই। পোস্টারের ক্যাপশনে লেখা ছিল, ‘প্রতিশোধের একটি সুন্দর মুখ আছে।’
পোস্টার শেয়ার হতেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেত্রীর ভক্তরা অপেক্ষায় আছেন প্রিয় তারকাকে নতুন সিনেমায় দেখার। সেই অপেক্ষায় আগ্রহ আরও বাড়িয়ে দিল পোস্টারটি।
ঐশ্বরিয়ার এক ভক্ত পোস্টারের পোস্টের নিচে লিখেছেন, ‘মণি রত্নম এবং এসএলবি জানেন কিভাবে ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য এবং অভিনয় দক্ষতার সর্বোত্তম ব্যবহার করতে হয়।’
সিনেমাটি তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি হয়েছে। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটের কাহিনি নিয়ে এটি নির্মিত।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এ ছবির।
সময় জার্নাল/এলআর