আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বেশ বড় একটি অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে’কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখানে শিনজো আবে’কে ঘিরে ধরেছেন প্যারামেডিকরা। তারা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করছেন। হেলিকপ্টারে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। নারা এলাকায় তিনি একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী ভাষণ দিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, এ সময় এক ব্যক্তি তার পিছন থেকে বড় একটি অস্ত্র দিয়ে গুলি করেছে। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় বলে মনে হয়েছে। কিন্তু দ্বিতীয় গুলিটি বিদ্ধ হয়েছে শিনজো আবে’র শরীরে। সঙ্গে সঙ্গে তিনি লুটিয়ে পড়েন। রক্তে ভিজে যেতে থাকে।
এ সময় নিরাপত্তা রক্ষাকারীরা হামলাকারীকে আটক করে। সে পালানোর কোনোই চেষ্টা করেনি।
ওদিকে পুলিশি সূত্র উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম এনএইচকে বলেছে, শিনজো আবে’র চেতনা ছিল। তিনি সাড়া দিচ্ছিলেন হাসপাতালে নেয়ার সময। হামলাকারীর অস্ত্র জব্দ করেছে পুলিশ। সে হাতে তৈরি একটি অস্ত্র ব্যবহার করেছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, হামলাকারী জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সাবেক একজন সদস্য বলে মনে করা হচ্ছে।
এমআই