সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: ইদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে টানা চারদিনের ছুটি শেষে আজ (১২ জুলাই) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের দুই পুঁজিবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও বিমা খাতের লেনদেন শুরু হয়।
এর গত বৃহস্পতিবার ঈদের আগে পুঁজিবাজারে শেষ লেনদেন হয়। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। এর পরে কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দুদিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে সোমবার (১১ জুলাই)। আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত।
তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার (১৬ জুলাই) লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।
সময় জার্নাল/এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল