নিজস্ব প্রতিবেদক:
"ছোট্ট মনুদের জন্য ভালবাসা" অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন এর ৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা মহানগর শাখা এর পক্ষ থেকে ২ জন অসহায় শিশুদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব রাহাত রেজা, আজীবন সদস্য জুলফিকার আমিন সোহেল ও কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মোস্তফা সিকদার ও সদস্য রিয়াজ হাওলাদার আরো ছিলেন উপজেলা শাখার সভাপতি সাইফুল খান ও সাংগঠনিক সম্পাদক সিপন আহমেদ এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আরিফ আহাম্মেদ, যুগ্ন সাধারন সম্পাদক মুসা সোহান, স্বাধীন জয়, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ মিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক বিল্লাল ফরাজী, তথ্য ও গবেষণা সম্পাদক কাজী সাইদ, আর এইচ মুনিম সহ সংগঠন এর আরো অনেকে শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
এই সংগঠনের আওতায় অনূর্ধ্ব ১২ বছর বয়সী সকল শিশুদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি এ যাবৎ অসহায় শিশুদের মাঝে ২৬ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
সংগঠনের অর্থের যোগান হলো- দেশে অবস্থানরত সংগঠন এর ভাই,বোনরা এবং প্রবাসে অবস্থানরত ভাইয়েরা বহন করে থাকেন।
এমআই