সময় জার্নাল ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক আর নেই। তিনি বৃহস্পতিবার (১৪ জুলাই) দিনগত রাত ১২টার পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
কাজী এবাদুল হকের মেয়ের জামাই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিবুল আজিজ জানান, ২-৩ মাস ধরে তিনি অসুস্থ, গত পরশু শরির বেশি খারাপ হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেদিন রাতেই আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১২টার দিকে মারা যান।
তিনি আরও জানান, তার প্রথম জানাজা আজ জুমার নামাজের পর ২টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা নিকুঞ্জ মসজিদে হবে এবং মসজিদের পাশেই দাফন করা হবে।
বিচারপতি কাজী এবাদুল হক ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন। তার স্ত্রী অধ্যাপক শরিফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার মেয়ে বিচারপতি কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।
কাজী এবাদুল হক ১৯৩৬ সালে ফেনীতে জন্মগ্রহণ করেন । ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। ১৯৫৪-৫৫ সালে তিনি ফেনী ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন।
সময় জার্নাল/এলআর