বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে প্রেম করছেন। বয়সে ১০ বছরের বড় ললিত মোদির সঙ্গে সম্পর্কের কথা ১৪ জুলাই প্রকাশ্যে আসে। এরপর থেকেই কটাক্ষের শিকার হন সুস্মিতা। অনেকে তাকে ‘গোল্ড ডিগার’ও বলা শুরু করে।
এবার সব সমালোচনার কড়া জবাব দিলেন অভিনেত্রী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে সুস্মিতা লিখেছেন, সোনা পেতে যতটুকু গভীরে যেতে হয়, তার চেয়েও গভীরে যাই আমি। সবসময়েই সোনার চেয়েও হীরা বেশি পছন্দ করি। আর সেটা নিজেই কিনি।
সুস্মিতা আরও লিখেছেন, তিনি নিজের সিদ্ধান্ত নিয়ে সবসময়েই আত্মবিশ্বাসী। নিজেকে ভালোবাসেন, তাই লোকের মন্দ কথায় তিনি বিচলিত হন না।
অভিনেত্রী মনে করেন, কোনো নারীকে ‘গোল্ড ডিগার’ বলাটা বিকৃত সংস্কৃতি।
এমআই