মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউনিয়নের চেয়ারম্যান মালেক মন্ডলের বিরুদ্ধে নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা গেটের সামনে তারা এই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারক লিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশ গ্রহণ কারিরা অভিযোগ করেন, সম্প্রতি ৪ নং দিওর ইউনিয়ন চেয়ারম্যান মালেক মন্ডল ভিজিএফ এর চাল সাধারণ মানুষের মাঝে না দিয়ে আত্মসাৎ করে। পারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা উদ্ধার করে সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেন।
মানববন্ধনে অংশ নেয়া ইউপি সদস্যরা অভিযোগ করেন, এলাকার অসহায় মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে ভিজিএফ, ভিজিডি, বয়স্কভাতা, বিধবা ভাতার কার্ড প্রদান করা হয়।
এছাড়াও তিনি সকল ইউপি সদস্যদের সাথে খারাপ আচরণ করেন এবং অসম্মনান মূলক কথা বলেন। তার এই সেচ্চাচারিতা চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেন।
মানববন্ধনে স্থানীয় লোকজনের পাশাপাশি ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।
সময় জার্নাল/এলআর