স্পোর্টস ডেস্কঃ
‘কোচ পরিবর্তন করলেই রাতারাতি বদলে যাবে না দল’- রোনাল্ড কোম্যানের চাকরি হারানোর গুঞ্জনে কথাগুলো বলেছিলেন বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। সত্যিই, জাভি হার্নান্দেজের অধীনে রাতারাতি দল বদলে যায়নি। শিরোপাহীন কেটেছে মৌসুম। তবুও কোম্যানের অধীনে লা লিগা টেবিলে আটে থাকা দলকে মৌসুমের শেষে দুইয়ে তোলেন স্প্যানিশ কিংবদন্তি। কক্ষপথে ফিরতে উদগ্রীব বার্সার নতুন স্বপ্ন সারথি রবার্ট লেভানদোভস্কি। পোলিশ স্ট্রাইকার জানালেন, জাভির কারণেই বার্সেলোনায় যোগ দিয়েছেন তিনি!
মৌসুমের শেষে লেভানদোভস্কি ঘোষণা দেন বায়ার্ন মিউনিখ অধ্যায়ের ইতি টানতে চান তিনি। নতুন মৌসুমে নতুন ঠিকানা হিসেবে বার্সেলোনাকে বেছে নিতে পোলিশ তারকাকে সাহায্য করেছে জাভি হার্নান্দেজের সাক্ষাৎ। লেভানদোভস্কি জানালেন, স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটানোর সময় জাভির সঙ্গে দেখা হয় তার। তার পরের ঘটনা দৃশ্যমানই। বার্সার ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে লেভানদোভস্কি বলেন, ‘‘কাকতালীয়ভাবে দেখা হয়েছিল তার সঙ্গে।
তবে খুব দ্রুতই তার সঙ্গে ভাব জমে যায় আমার। তিনি বলেছিলেন, ‘তোমার জন্য অপেক্ষা করব। আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করতে পারি।’ বার্সাকে কীভাবে শীর্ষে ফেরাতে হবে, তার পরিকল্পনা রয়েছে তার।’’
লেভানদোভস্কি বলেন, ‘জাভির ভাবনা এবং খেলার ধরন সম্পর্কে আমার ধারণা ছিল। বার্সেলোনায় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া আমার জন্য সহজ ছিল, কারণ আমি খেলতে চাই, জিততে চাই। আর আমার মতে, জাভির কোচিংয়ে সেটা খুব ভালোভাবে সম্ভব। তিনি (জাভি) জানেন কীভাবে বার্সেলোনাকে কোচিং করাতে হয়, কারণ খেলোয়াড় হিসেবে তিনি অসাধারণ ছিলেন এবং এখন কোচ হিসেবেও দারুণ। তার ভবিষ্যত চমৎকার এবং আমি এর অংশ হতে চাই।’
চেলসি-পিএসজির মতো বড় ক্লাবগুলো প্রস্তাব দিলেও পাত্তা দেননি লেভানদোভস্কি। দুবারের ফিফা বর্ষসেরার সরল স্বীকারোক্তি বার্সার প্রস্তাব ব্যতীত অন্য কোনো ক্লাবের কথা বিবেচনা করেননি তিনি। সেকারণে লেভার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। যুক্তরাষ্ট্রের স্প্যানিশ ভাষার স্পোর্টস চ্যানেল ‘টিইউডিএন’-এ দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের পিএসজি ও চেলসির মতো দলের সঙ্গে লড়তে হয়েছে। তবে সে বার্সায় আসতে চেয়েছে। এই বিষয়টা আমার ভালো লেগেছে। আমাদের তাকে ধন্যবাদ জানাতে হবে। কারণ সে এখানে তুলনামূলক কম বেতন পাবে এবং বায়ার্নের অনেক চাপ সহ্য করেছে সে। তার প্রতি আমার শ্রদ্ধা।’
এমআই