নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ জুলাই) সকাল ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে এলে ভর্তি করা হয়। আহতরা হলেন- মো. রাফি (৭), মো. জনি (৩৫), কামাল উদ্দিন (২৫), মো. রফিক (৩৪), মুন্নি (২২), মোছা. শাহনাজ পারভীন (৪৫), আব্দুর রাজ্জাক (৫৫) মোঃ রাহাত (২০). রফিক (৩২), মোঃ রুবেল (৩০), ওমর আলী (৩৫) মোসলেম (২৫), আব্দুস শুকুর (২৫), রওশন (২২), মোছাঃ নাসিমা আক্তার (৫৫). মোঃ কামরুল (৪২), আব্দুল মান্নান (৩০) সিদ্দিক (৫৩), মোঃ মনির (৩৫)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বন্ধন পরিবহনের একটি বাস উল্টে ১৯ যাত্রী আহত হয়েছে। তাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
এমআই