দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি:
জলাবদ্ধতা দূরীকরণ ও পরিবেশ উন্নয়নে অসাধারণ ভূমিকার জন্য মর্যাদাপূর্ণ ‘অমর একুশে স্মৃতি পদক-২০২২’ পেয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের রহমান রাশেদ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘একুশে ফেব্রুয়ারি: স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের বাতিঘর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসির সাবেক চেয়ারম্যান মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মঈনুদ্দিন কাজল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব এম এ কাশেম মাসুদ, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আকবর সিরাজী ও জাতীয় ক্রীড়াবিদ ও সাবেক বুটার মিনহাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এসএইচ শিবলী।
উল্লেখ্য, ইউএনও জোবায়ের রহমান রাশেদ জলাবদ্ধতা দূরীকরণ ও পরিবেশ উন্নয়নের জন্য মুক্তিযোদ্ধা চেতনা বাস্তুবায়ন পরিষদ কর্তৃক ১২ ফেব্রুয়ারি নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক প্রাপ্ত হন।
সময় জার্নাল/এলআর