নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজী মারা গেছেন। সর্বশেষ গত বুধবার নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- ইই০৭৪৯৫৩৮। আজ শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানায়।
সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজী। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান।
এবছর বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি।
এমআই