স্টাফ রিপোর্টার:
ছবিটি নিয়ে শুরু থেকেই আলোচনা। ছবির পোস্টার ও ট্রেলার দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছে ছবিটি দেখার জন্য। আর ‘সাদা সাদা কালা কালা’ গানটি তো সর্বত্র ছড়িয়ে পড়েছে। আজ মেসবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে দেশের ২৪টি প্রেক্ষাগৃহে। ছবিটি এমন সময়ে মুক্তি পাচ্ছে যখন ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ ঈদে হাউজফুল গেছে। মুক্তির আগেই ‘হাওয়া’ চমক তৈরি করেছে। বেশির ভাগ প্রেক্ষাগৃহে টিকিট মিলছে না এ ছবির, অগ্রিম বিক্রি হয়ে গেছে। মুক্তির আগে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে আগাম টিকিট কাটার হিড়িক চোখে পড়েছে। এরইমধ্যে দেশের প্রায় সবক’টি মাল্টিপ্লেক্সে দুই-তিন দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ঈদের ছবির সাফল্যের পর ‘হাওয়া’র টিকিট নিয়ে দর্শকের আগ্রহে চলচ্চিত্র সংশ্লিষ্টরা সম্ভাবনার আলো দেখছেন।
জানা গেছে, স্টার সিনেপ্লেক্সের সব শাখায় প্রতিদিন ‘হাওয়া’র ২৬টি শো চলবে। মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হাওয়া’র প্রথম তিনদিনের সব টিকিট বিক্রি শেষ। মনে হচ্ছে বাংলা সিনেমার দর্শক জোয়ার শুরু হয়েছে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সগুলোতেও অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। ছবিটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ছবির পোস্টার, ট্রেলার, গান- সিনেমাটিকে এগিয়ে দিয়েছে। তাছাড়া আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ-তরুণীর কাছে ছবিটি নিয়ে কথা বলতে গিয়েছি। গান করেছি। সব মিলে দর্শকের সঙ্গে যোগাযোগটা ভালোভাবে হয়েছে। যার ফলে অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। এখন দেখা যাক মুক্তির পর কী হয়। ‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন প্রমুখ।
এমআই