বিনোদন প্রতিবেদক, ঢাকা : ঢাকাই সিনেমার লাভার বয়খ্যাত চিত্রনায়ক রিয়াজের দ্বিতীয়বার টেস্টেও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
মুম্বাই ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিংয়ে যাওয়ার জন্য দেশ ত্যাগের আগে করোনা পরীক্ষা করাতে গিয়ে রিয়াজ জানতে পারেন, তার করোনা পজিটিভ। গত ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ করোনা পজিটিভ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
এবার দ্বিতীয়বার পরীক্ষাতেও রিপোর্ট করোনা পজিটিভই এসেছে। তবে শারীরিক উন্নতি উপলব্ধি করতে পারছেন বলে জানান রিয়াজ।
সবাইকে নিরাপদ থাকার বার্তা দিয়ে রিয়াজ বলেন, ‘করোনা ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।’
এদিকে রিয়াজ অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে৷ দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটিতে র্যাব অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ।
সময় জার্নাল/আরইউ