মুরাদ ইমাম কবির, হিলি : দিনাজপুরের হিলিতে দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত শুন্যের তালিকায় থাকলেও করোনার দ্বিতীয় ধপে এসে নতুন করে একজন করেনায় আক্রান্ত হয়েছে। শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে এই তথ্য জানানো হয়।
আক্রান্ত ব্যাক্তি হিলির বাসুদেবপুর চুরিপট্টি এলাকার বাসিন্দা। বর্তমানে সে তার নিজ বাড়িতেই হোমকোয়ারেন্টিনে রয়েছে।
শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে এই তথ্য জানানো হয়।
এ নিয়ে হিলিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭জনে, এর মধ্যে মৃত্যুবরন করেছেন একজন, ৮৫জন সুস্থ্য হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন এক জন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও স্বাস্থ্যবিভাগের নানামুখি কর্মতৎপরতার কারনে হিলিতে দীর্ঘদিন ধরেই করোনার রোগী ছিলনা। বর্তমানে করোনার দ্বিতীয় শুরুর পর থেকেই এই উপজেলাতে করোনা রোগী ছিলনা।
গতবুধবারে ওই ব্যাক্তি জ্বর-সর্দী নিয়ে হাসপাতালে আসে। এরপর আমরা নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ নমুনা পরিক্ষার রিপোর্ট আসলে তাতে তার পজিটিভ ধরা পড়ে। সে তার নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টিনে রয়েছে। আমরা নিয়মিত তার সাথে যোগাযোগ রাখছি ও তাকে প্রয়োজনীয় ওষধ বা পরামর্শ দিচ্ছি।
করোনার দ্বিতীয় ঢেউয়ে এবারে এই ভাইরাসটি আরো দ্রুত মানুষের মাঝে ছড়াচ্ছে এবং আগের চেয়ে বেশ শক্তিশালী। তাই সকলকে মাস্ক ব্যবহার করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ জানান তিনি।
সময় জার্নাল/এমআই