ইসাহাক আলী, নাটোর:
নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে জমির শেখ ও তার নাতি স্কুল ছাত্র পাপ্পু হোসেন বজ্রপাতে মারা গেছে। বুধবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দুরে চৌগ্রামের হিয়ালা ব্রীজের কাছে মাছ ধরতে গেলে বজ্রপাতে নিহত হয়ে পানিতে তলিয়ে গিয়ে তারা মারা যায়। পরে রাত ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত জমির শেখের ছেলে শামিম হোসেন জানান, তার পিতা জমির শেখ প্রতিদিনের মত বুধবার বিকেলে জাল দিয়ে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। সাথে তার স্কুল পড়ুয়া নাতি পাপ্পু হোসেনকে নিয়ে যায়। তারা বাড়ি থেকে প্রায় এক কিলো মিটার দুরে পশ্চিম চৌগ্রাম বিলে হিয়ালা ব্রীজের নিচে মাছ ধরছিল। কিন্তু অনেক রাতেও তারা বাড়ি ফিরে না আসায় খোজাখুজি শুরু হয়। এক পর্যায়ে রাত ১১ টার দিকে চৌগ্রাম পশ্চিম বিলএলাকা থেকে নানা -নাতির মৃতদেহ পানির মধ্যে ভাসমান অবস্থায় উদ্ধার করা
হয়। এলাকাবাসীর ধারণা বজ্রপাতের পর তারা পানিতে তলিয়ে গিয়েছিল পরে মরদেহ ভেসে উঠলে তা নজরে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমআই