মো: মোস্তাফিজুর রহমান রিপন, জেলা প্রতিনিধি (ঝালকাঠি):
ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র ৭৩তম জন্মবার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ৫ আগষ্ট, শুক্রবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার'র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, মাওলানা বাহাউদ্দীন আহমেদ প্রমুখ।
বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র জীবনীর উপর স্মৃতিচারণ করেন। আলোচনাসভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমআই