সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে রাজধানীর সড়কে আজ শনিবার সকাল থেকে বাস চলাচল একেবারে কম। যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেই বাস পাচ্ছেন না৷ বাসে নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আজ সকালে রাজধানীর মাজার রোড ও টেকনিক্যাল মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকক্ষণ পর কোনো বাস এলে তাতে হুমড়ি খেয়ে পড়ছিলেন যাত্রীরা৷ কিন্তু বাসগুলো আগে থেকেই যাত্রীতে পূর্ণ। বাসের পাদানিতেও অনেক দাঁড়িয়ে ছিলেন। সোহরাওয়ার্দী হাসপাতালে যাওয়ার জন্য গাবতলীর বাসা থেকে বের হয়েছেন ৭৩ বছরের জয়নাল আবেদীন। সঙ্গে স্ত্রী সাথি আকতার। বাসা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত রিকশায় এসেছেন৷ বাস পাচ্ছেন না। একটা বাসে দুজনের ভাড়া চেয়েছে ৬০ টাকা। বর্তমানে এই দূরত্বের সরকারনির্ধারিত ভাড়া জনপ্রতি ১০ টাকা৷ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘ডাক্তারকে কিছু টেস্টের রিপোর্ট দেখাতে যাব৷ বের হয়ে কী বিপদে পড়লাম! একেকজনের তিন গুণ ভাড়া চাচ্ছে বাসে। আর রাস্তায় বাসও নেই।’ বাসের অপেক্ষায় ৭৩ বছরের জয়নাল আবেদীন। সঙ্গে স্ত্রী সাথি আকতার। টেকনিক্যাল মোড়, ঢাকাছবি: সামছুর রহমানদীর্ঘ সময় পর টেকনিক্যাল মোড়ে মিরপুর চিড়িয়াখানা থেকে সদরঘাট পথে চলাচলকারী তানজিল পরিবহনের একটি বাস আসে৷ আগে থেকেই যাত্রী পাদানিতে দাঁড়ানো৷ তারপরও কয়েকজন ঠেলে ও ধাক্কা দিয়ে উঠে যান৷ চালকের সহকারী যাত্রীদের উদ্দেশে বলছিলেন, ‘ফার্মগেট ২৫, গুলিস্তান ৪০’। গতকাল পর্যন্ত এই দূরত্বে ভাড়া নেওয়া হয়েছে ১৫ ও ২৫ টাকা৷ অপেক্ষায় যাত্রীরা। টেকনিক্যাল মোড়, ঢাকাছবি: সামছুর রহমান দিশারী পরিবহনের একজন কাউন্টার চেকার নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিদিন এই পরিবহনের ৬০টি বাস চলে৷ আজ চলছে ১০টি বাস৷ সরকার আগে বাসভাড়া ঠিক না করে তেলের দাম বাড়ানোতেই সমস্যা। পাম্পে গিয়েও তেল পাওয়া যাচ্ছে না৷ আজকের মধ্যে ভাড়া ঠিক না করা হলে কাল রোববার বাসে বাসে যাত্রীদের সঙ্গে মারামারি লাগবে৷ গতকাল শুক্রবার রাতে জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেলের দাম হবে ১১৪ টাকা লিটার, যা এত দিন ৮০ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বাড়ানো হয়েছে ৩৪ টাকা। বাড়ানো হয়েছে পেট্রল ও অকটেনের দামও। পেট্রলের নতুন দাম ১৩০ টাকা, যা এত দিন ৮৬ টাকা ছিল। এ ক্ষেত্রে দাম বেড়েছে লিটারে ৪৪ টাকা। অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটারে ৪৬ টাকা। এত দিন অকটেন ৮৯ টাকা লিটার বিক্রি হতো। এখন তা ১৩৫ টাকায় বিক্রি হবে। গত রাত ১২টার পর থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের ইতিহাসে কখনোই জ্বালানি তেলের দাম একসঙ্গে এতটা বাড়ানো হয়নি।এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল