দীপংকর ভদ্র দীপ্ত, নিটার:
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ উদ্বোধন হলো শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস।
শনিবার (৬ আগস্ট) কেক কেঁটে স্টুডেন্ট বাসের শুভ উদ্বোধন করেন নিটার গভর্নিং বডির চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আলী খোকন।
বাস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী খোকন বলেন, "ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদার উপর নির্ভর করে আরো নতুন বাসের সংযোজন হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গভর্নিং বডির সদস্য আব্দুল্লাহ আল মামুন, রকিবুল বারী, মনসুর আহমেদ।
নতুন বাস সার্ভিস নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা জানায়, নিটারে হাজারেও অধিক শিক্ষার্থীদের জন্য ৫২ সিটের একটি বাস যথেষ্ট না। তবে তারা আশাবাদী, আগামীতে নিটারের শিক্ষার্থীদের পরিবহণে একাধিক বাস যুক্ত হবে।
সময় জার্নাল/এলআর