সর্বশেষ সংবাদ
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন
চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে ।
সময় জার্নাল ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে চারজনকে গুলি
করে হত্যা করা হয়েছে। গত ৫ আগস্ট বাটলার টাউনশিপের একাধিক স্থানে এই চারজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত
সন্দেহে একজনকে খুঁজছে পুলিশ।
রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ খবর প্রচার করে। জানা যায়, ডেটনের ঠিক উত্তরে ওহাইও অঙ্গরাজ্যের ছোট ওই শহরে গুলির এ ঘটনা ঘটে। পরে এক সংবাদ সম্মেলনে বাটলার টাউনশিপ পুলিশ প্রধান জন পোর্টার বলেন, স্টিফেন মার্লো নামে এক ব্যক্তিকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি ওই ব্যক্তি সম্ভবত এখনও ‘সশস্ত্র এবং বিপজ্জনক’ বলেও উল্লেখ করেছেন তিনি।
বাটলার টাউনশিপ পুলিশ প্রধান বলেছেন, গুলি ও প্রাণহানির ঘটনার তদন্ত
করতে কর্তৃপক্ষকে সহায়তা করছে মন্টগোমারি কাউন্টি শেরিফ
অফিস, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক ব্যুরো (এটিএফ)।
তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত মার্লো ওহাইও
থেকে পালিয়ে গেছেন
বলে ইঙ্গিত পাওয়া
যাচ্ছে। এফবিআই বলেছে,
লেক্সিংটন, কেনটাকি, ইন্ডিয়ানাপলিস এবং শিকাগো শহরের সঙ্গে
অভিযুক্তের সম্পর্ক রয়েছে
এবং তিনি এখন এই শহরগুলোর মধ্যে একটিতে অবস্থান করতে
পারেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সর্বশেষ এ হামলার মতো প্রায় সব সহিংসতার ঘটনায়ই প্রাণহানি ঘটছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার কারণে বছরে প্রায়
৪০ হাজার মানুষের প্রাণহানি হয়ে থাকে।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা মহামারিতে রূপ নিয়েছে এবং উত্তর
আমেরিকার এই দেশটি
বিশেষ এই মহামারির ভয়ঙ্কর অধ্যায়ের মধ্যে রয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ের মধ্যে বন্দুক সহিংসতার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গত মে মাসে। গত ২৪ মে টেক্সাসের উভালদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়।
এসএম
এ বিভাগের আরো
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল