স্পোর্টস ডেস্ক:
৭১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় সংগ্রহে ৬ রান যোগ হতেই দ্বিতীয় উইকেট পড়ে টাইগারদের। ধাক্কা সামলে প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহীম। ২২.৪ ওভার শেষে দুই ব্যাটার মিলে ৫০ রান তোলেন স্কোরবোর্ডে। মুশফিক ৩১ বলে ২৫ রানে আউট হলে ভাঙে এই জুটি। ৩৭ বলে ২৯ রান নিয়ে লড়ছেন শান্ত।
২৩.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৭ রান বাংলাদেশের।
থিতু হওয়ার চেষ্টায় ফিরলেন বিজয়
তামিমের মারমুখী ব্যাটিংয়ের বিপরীতে শুরু থেকেই দেখেশুনে খেলছিলেন এনামুল হক বিজয়। তবে থিতু হতে পারলেন না। ১৩তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন বিজয়। ফেরার আগে ২৫ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন তিনি।
১২.৩ ওভার শেষে ২ উইকেটে ৭২ রান বাংলাদেশের।
ফিফটি হাঁকিয়ে আউট তামিম
প্রথম ওয়ানডেতে ৬২ রান করেছিলেন তামিম ইকবাল। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ব্যাট করেছেন টাইগার অধিনায়ক।
বিজ্ঞাপন
৪৩ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ১০ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের ৫৫তম ওডিআই হাফসেঞ্চুরি করেন তামিম। এরপর টানাকা চিভাঙ্গার করা ১১তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে লেগ সাইডে কাইতানোর তালুবন্দি হন তামিম।
১১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭১ রান। ২৩ বলে ১৯ রান নিয়ে লড়ছেন এনামুল হক বিজয়।
তামিম-বিজয়ে পঞ্চাশ পার
প্রথম ওয়ানডেতে ওপেনিং জুটিতে ১১৯ রান তুলেছিলেন তামিম ইকবাল ও লিটন দাস। চোটের কারণে লিটন নেই। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হয়েছেন বিজয়। দুই ব্যাটার মিলে ইতোমধ্যেই ৮ ওভারে ৫০ রান তুলেছেন স্কোরবোর্ডে।
৩৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৩৮ রান নিয়ে ব্যাট করছেন তামিম। ১৪ বলে বিজয়ের সংগ্রহ ৯ রান।
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ রক্ষার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ইতোমধ্যেই টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক রেগিস চাকাভা।
চোটের কারণে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে নেই লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
মারুমানি, কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (অধিনায়ক), মুনইয়োঙ্গা, লুক জঙ্গি, ইভানস, এনইয়াওচি, চিভাঙ্গা।
এমআই