ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে বিপুল পরিমান চোলাইমদ জব্দ করে ধ্বংস করেছে র্যাব। এ সময় চোলাই মদ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে তারা।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন জানান, গতরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার গজেন্দ্র চাপিলা গ্রামে মাদক অভিযান চালিয়ে চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে দুই জনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন, উপজেলার মহারাজপুর গ্রামের শ্রী কার্তিক পাহানের ছেলে শ্রী রাজেন্দ্র পাহান (৬০) ও একই গ্রামের ধনা পাহানের ছেলে সুরেশ পাহান(৫০)। এ সময় ১০০০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংশ করা হয়। পরে গুরুদাসপুর থানায় মামলা শেষে জেল হাজতে প্রেরণ করা হয়।
সময় জার্নাল/এলআর