এস এম জহিরুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত নোটিশ জারি করেছে। এঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিরিরচালা গ্রামের মৃত ক্বারী ইউনুস আলীর ছেলে আবুল কালাম।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে নাজমুল হক, নাহিদ হাসান, মোছাঃ নূরুন্নাহার,মৃত আব্দুল মোতালেবের ছেলে মকবুল হোসেন, রাজু মিয়া, বাচ্চু মিয়া ও মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
আবুল কালাম জানান, পৈতৃক সূত্রে ও খরিদ সূত্রে ২২ শতাংশ জমি ভোগদখল করে প্রায় ৫০ বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বহাল আছি।
উক্ত জমির খাজনা খারিজ পরিশোধ করা আছে। সম্প্রতি অভিযুক্তরা ওই জমি জোরপূর্বক দখলে নিতে পাঁয়তারা চালাচ্ছে। এ ঘটনায় আমি গাজীপুর জেলা আদালতে একটি মামলা(৬৫৫/২২) দায়ের করেছি। আদালত থেকে ১৪৫ ধারা জারি করা হলেও অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণ কাজ করছে। অভিযুক্তরা এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।
জয়দেবপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সুজিত মৃধা বলেন, জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা আছে, আদালত থেকে দুই পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করা হয়েছে।
সময় জার্নাল/এলআর