শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগের পৃষ্টপোষকতায় উপজেলার সিন্দূর্না ইউনিয়নের ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিন্দূর্না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাদুন্নবী উজ্জ্বল, সিন্দুর্না ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবিউর আলম নিরু, সিন্দূর্না ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী উৎসব, লাদেন, মতিয়ার, সাগর, সুমন ও রাজুসহ ছাত্রলীগের নেতাকর্মীগণ।
সময় জার্নাল/এলআর