মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়াসহ সকলপণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে দিনাজপুর জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শুক্রবার (১২ আগষ্ট) বিকাল ৪ টায় জেল রেডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা, জেলা তাঁতীদলের সভাপতি রেজাউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবর রহমান মুজিব, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা, সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমূখ। সমাবেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদল, কৃষকদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিপুলসংখ্যক নেতাকের্মী অংশগ্রহণ করেন।
এর আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা'র নেতৃত্বে, সাবেক ছাত্রদল নেতা খোকনের নেতৃত্বে, পৌর যুবদর নেতা রবিউল আলম শামীমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এসে সমাবেশে যোগ দেয়। এছাড়াও শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকের্মীরা সমাবেশে যোগ দেয়।
সব শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনাসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়।
এমআই