সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর পূণ্য স্মৃতির প্রতি সম্মান প্রর্দশনের নিমিত্তে জাতীয় শোক দিবসে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পসহ নানা কর্মসূচী পালন করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহোদয়ের নির্দেশে বঙ্গবন্ধুর পূণ্য স্মৃতির প্রতি সম্মান প্রর্দশনের নিমিত্তে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ২০২২ইং তারিখে স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পসহ নানা কর্মসূচী পালন করা হবে।
জাতীয় শোক দিবস ২০২২ এর কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে গোলচক্করে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা, শোকের প্রতীক কালো পাতাকা উত্তোলন করা, কালোব্যাচ ধারণ করা, সকাল ৮টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তব অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের মহতী কর্মসূচীর উদ্বোধন, সকাল ৯টা ৩০ মিনিটে ওপিডি-১ ওপিডি-২ এর সংযোগস্থলে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচী, পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ, বাদ ফজর থেকে বাদ জোহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল ইত্যাদি।
জাতীয় শোক দিবসের দিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত । যেসব পরীক্ষা পরীক্ষা-নিরীক্ষা সেবা বিনামূল্যে প্রদান করা হবে সেগুলো হলো Ñ ইউরিন আর/এম/ ই, সিবিসি, আরবিএস, ব্লাড গ্রুপিং ইত্যাদি। এ বছর জাতীয় শোক দিবসে আরো যেসব কর্মসূচী পালন করা হবে সেগুলো হলো বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অস্বচ্ছল রোগীদের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি ক্যাম্প, প্লাস্টিক সার্জারির উদ্যোগে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোট কাটা ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি ইত্যাদি।
উল্লেখ্য, জাতীয় শোক দিবস-এর দিন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর), ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব ও জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনভেনশন সেন্টারে স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রমও যথারীতি চলবে।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২০ আগস্ট ২০২২ইং তারিখ, শনিবার অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুর রাজ্জাক, এমপি।
এস.এম.
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল