নিজস্ব প্রতিবেদকঃ
প্রায় ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে আজ বুধবার দুপুর ১২টা ৩৮ মিনিটে দেশে ফিরেছেন নায়ক শাকিব খান।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি বলেন, 'এতদিন পরে দেশে ফিরে কী যে ভালো লাগছে, বোঝাতে পারব না। এত এত মানুষ আমাকে পছন্দ করেন, চোখ ভিজে আসে তাদের ভালোবাসায়। বাইরে আমার হাজারো ভক্ত অপেক্ষা করছেন, যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। যা আমাকে মুগ্ধ করেছে।'
শাকিব খান দেশে আসায় কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর ও ঢাকা থেকে তার ভক্তরা বিমানবন্দরে যান। সেখানে কর্তব্যরত কয়েকজন পুলিশ বলেন, 'কোনো নায়কের জন্য এমন আয়োজন দেখিনি।'
২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেখানে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে 'রাজকুমার' সিনেমার ঘোষণা দেন। আগামী মাসে সরকারি অনুদানের 'মায়া' সিনেমার কাজ শুরু করবেন তিনি। সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি।
এমআই