আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মালম্বীদের জন্মষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকাল সাড়ে ৯ টায় ক্যাম্পাসে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়ে প্রতিমা স্থাপন, পূজা অর্চনা ও পূষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১ টায় এক শোভাযাত্রা টিএসসিসি’র সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে আইসিটি বিভাগের প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। অন্য দুই বিশেষ অতিথি হলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ঝিনাইদহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নাটোর ইসকনের অধ্যক্ষ শ্রীনামপ্রেম দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা। সঞ্চালনা পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ্র সরকার রুদ্র ও ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়া বসাক।
এছাড়া প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ইংরেজি বিভাগের প্রফেসর শাহাদাত হোসেন আজাদ, আইসিটি বিভাগের প্রফেসর ড. তপন কুমান জোদ্দার, বাংলা বিভাগের প্রফেসর ড. তপন কুমার রায়, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম ও ড. আমজাদ হোসেন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সহ সভাপতি তন্ময় শাহা টনি, মুন্সী কামরুল হাসান অনিক সহ সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘আজকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা সমাজে অস্থীরতা তৈরি করবো নাকি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেবো। মুসলিম, হিন্দু, খৃষ্টান ও বৌদ্ধ সবাই দেশের সৌন্দর্য্য। এখানে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ সকলে এক প্লাটফর্মে আছি, আর এটাই বাংলাদেশ।
সময় জার্নাল/এলআর