নিজস্ব প্রতিনিধি: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরের সময় বিখ্যাত আজমির শরীফ দরগায় যাবেন তিনি। প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ সেপ্টেম্বর ভারতে থাকবেন বলে জানা গেছে। এর আগেও আজমির শরীফে গিয়েছেন তিনি।
২০১৭ সালে তার সাম্প্রতিকতম সফরেও আজমিরে যান তিনি। সেখানে খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর দিয়েছিলেন হাসিনা। তিনি ২০১০ সালেও মাজারটি পরিদর্শন করেন। সেই সময় তিনি দ্বিতীয়বারের মতো তার দেশের প্রধানমন্ত্রী হন।
শেখ হাসিনার ভারত সফরের সময় কানেক্টিভিটি এবং বাণিজ্যের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। উভয় পক্ষই ১৯৬৫-এর আগের রেল সংযোগ এবং অন্যান্য সংযোগ পুনরুদ্ধার করতে আগ্রহী বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও হাসিনা আজমির শরিফে গিয়েছেন। ২০১৭ সালে হাসিনা খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে চাদর দিয়েছিলেন । তিনি ২০১০ সালেও দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার সময়েও মাজারটি পরিদর্শন করেন। হাসিনা ২০০৯ সাল থেকে টানা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও জিতেছেন।
সময় জার্নাল/এলআর