সর্বশেষ সংবাদ
জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নাম্যান্ট
আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি:
গ্রেনেড হামলা দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতিবাদ র্যালি, কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজান অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন প্রগতিশীল শিক্ষক সংগঠন, হল, বিভাগ, শাখা ছাত্রলীগসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন অংশ নেয়।
দিবসটি উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসন ভবন চত্বর থেকে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জীয় মুজিব ম্যুরালে শেষ হয়। র্যালি শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান উপস্থিত ছিলেন।
পরে একে একে কেন্দ্র ঘোষিত ইবি বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরমসহসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন এবং তাদের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ।
এদিকে দিবসটি উপলক্ষে বিক্ষোভ, নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯ টার দিকে শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে কালো পতাকা হাতে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি পরে প্রশাসনের র্যালির সাথে মিলিত হয়ে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সমবেত হয়। প্রশাসনিক অনুষ্ঠান শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা ফের দলীয় টেন্টে প্রতিবাদ সমাবেশ করে বলে জানা গেছে।
এমআই
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল