স্পোর্টস ডেস্ক: লেভানডফস্কির জোড়া গোলে বড় জয় পেল বার্সা। রোববার রিয়াল সোসিয়াদকে তাদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এবং দ্বিতীয় ম্যাচে এসে লীগে জয়ের দেখাও পেল তারা।
ম্যাচের প্রথম মিনিটেই অ্যালেক্স বালদের এসিস্টে গোল করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে নেন লেভানডফস্কি। এটি প্রতিযোগিতামূলক ম্যাচে বার্সার হয়ে প্রথম গোল লেভানডফস্কির। যদিও মাত্র ৫ মিনিট পরই অ্যালেক্সান্ডার ইজাকের গোলে সমতায় ফিরে রিয়াল সোসিয়াদ। প্রথমার্ধ আর কোনো গোল হয়নি। তাই ১-১ গোল সমতায় প্রথমার্ধ শেষ করে দুদল।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনা তাদের শৈল্পিক খেলা শুরু করে, বিশেষ করে ৬৪ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা মাঠে নামার পর বার্সার খেলায় গতি ও আক্রমণ দুটাই বৃদ্ধি পায়। ৬৬ মিনিটে আনসু ফাতির পাস থেকে অসাধারণ এক কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ওসমান ডেম্বেলে। ২ মিনিট পর আবারো আনসু ফাতির এসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডফস্কি।
৮৯ মিনিটে রাফিনহার বাড়ানো পাস বুদ্ধিদীপ্তভাবে আনসু ফাতির দিকে বাড়িয়ে দেন লেভানডফস্কি এবং ওই পাস থেকে লক্ষ্যভেদ করতে একটুও ভুল করেননি আনসু ফাতি।
লেভানডফস্কির জোড়া গোল, আনসু ফাতির গোল ও জোড়া এসিস্ট সাথে ডেম্বেলের গোলে ৪-১ ব্যবধানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে জাবির শিষ্যরা।
লা লিগায় দিনের অন্য ম্যাচে হোঁচট খেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভিয়ারিয়ালের কাছে ২-০ ব্যবধানে হেরেছে তারা। ভিয়ারিয়ালের হয়ে গোল দুটি করেন পিনো ও জেরার্ড মোরেনো।
সময় জার্নাল/এলআার