বিনোদন প্রতিবেদক:
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেন তিনি। সিনেমা নির্মানের জন্য ২০২১-২২ অর্থবছরে প্রথমবারের মতো সরকারি অনুদান পেয়েছেন এই অভিনেতা। মায়া নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে তাকে।
এই বছর যারা অনুদান পেয়েছেন ইতিমধ্যে তারা প্রথম কিস্তির চেক বুঝে পেয়েছেন। দেশের বাইরে থাকার কারণে বাদ ছিলেন শাকিব খান। টানা নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সেখান থেকেই ফিরেই অনুদানের ৩০ শতাংশ টাকার চেক গ্রহণ করেছেন শাকিব।
রোববার (২১ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়েছিলেন তিনি। সেখানে অনুদানের চেক গ্রহণ করার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে আলাপ করেছেন। এরপর ক্যামেরাবন্দি হয়েছেন তার সঙ্গে। সেই ছবি আবার মন্ত্রীর ফেসবুক পেজ থেকে শেয়ার দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
সরকারি অনুদানের এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকবেন পূজা চেরী।এর আগে এই জুটির 'গলুই' সিনেমাটি মুক্তি পেয়েছে। শিগগিরই মায়া সিনেমা কাজ শুরু হবে বলে জানা গেছে।