বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রায়সময় বিতর্কে জড়াতে দেখা যায় তাকে। এবার বিনোদনমূলক ম্যাগাজিন ফিল্মফেয়ারের সাথে বিতর্কে জড়ালেন এই অভিনেত্রী।
‘থালাইভি’-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে কঙ্গনাকে মনোনীত করেছে ফিল্মফেয়ার। এই কারণে তাদের বিরুদ্ধে মামলা করতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা। অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই সিদ্ধান্তের পিছনের কারণ জানিয়েছেন। এরপরই কঙ্গনার মনোনয়ন বাতিল করেছে ফিল্মফেয়ার।
এ বিষয়ে রোববার ইনস্টাগ্রামে এক পোস্টে কঙ্গনা লেখেন, ‘২০১৪ সাল থেকে আমি ফিল্মফেয়ারের মতো অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও পক্ষপাতমূলক সংস্থাকে ব্যান করেছি। কিন্তু আমার কাছে ওদের অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য ক্রমাগত ফোন আসছে। এ বছর ওরা আমাকে থালাইভির জন্য পুরস্কার দিতে চায়। ওরা যে আমাকে এখনও মনোনয়ন দেয় সেটা জেনে অবাক হলাম। এমন দুর্নীতিগ্রস্ত কাউকে প্রশ্রয় দেয়াটা এটা আমার মর্যাদা ও নীতিবিরুদ্ধ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ফিল্মফেয়ারের বিরুদ্ধে মামলা করব।’
কঙ্গনার এমন প্রতিক্রিয়া ও অভিযোগের পরে কঠোর পদক্ষেপ নিল ফিল্মফেয়ার। মনোনয়ন বাতিল করে ফিল্মফেয়ার এক বিবৃতি দিয়েছে যেখানে কঙ্গনার অভিযোগ ‘মিথ্যে’ বলা হয়েছে।