শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

বিক্রম বেদা’র টিজারে মুখোমুখি দুই তারকা সাইফ ও হৃতিক

বুধবার, আগস্ট ২৪, ২০২২
বিক্রম বেদা’র টিজারে মুখোমুখি দুই তারকা সাইফ ও হৃতিক

বিনোদন ডেস্ক:

বলিউডে ঘোষনার পর থেকেই সিনেপ্রেমী মহলে উত্তেজনা 'বিক্রম বেদা' সিনেমা নিয়ে। এই সিনেমায় প্রথমবার মুখোমুখি একসঙ্গে দেখা যাবে বলিপাড়ার এই দুই তারকা সাইফ আলী খান ও হৃতিক রোশানকে। অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। 

বুধবার প্রকাশ প্রকাশিত ১ মিনিট ৫৪ সেকেন্ড ট্রেলারে দেখা গেছে সাইফ ও হৃতিকের মধ্যে দ্বন্দ্বের গল্প। পাশাপাশি বেশ কিছু অ্যাকশন দৃশ্য। সিনেমাটিতে সাইফ একজন পুলিশ অফিসার। অন্যদিকে হৃতিক গ্যাংস্টার। এই দুই অভিনেতার লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। 

তামিল ভাষার অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বিক্রম বেদা’। একই নামে ছবিটির হিন্দি রিমেক এটি। তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’য় রঙ্গনাথন মাধবন ও বিজয় সেতুপাতিকে দেখা গিয়েছিল। মাধবনের চরিত্রটি করছেন সাইফ। অন্যদিকে বিজয় সেতুপাতির চরিত্রটি রূপায়ন করছেন হৃতিক রোশান।

সিনেমাটি প্রযোজনা করছেন নিরাজ পান্ডে। পরিচালনা করেছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল