বিনোদন ডেস্কঃ
বলিউড সুপারস্টার সালমান খান তাঁর ক্যারিয়ারের ৩৪ বছর কাটিয়ে দিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমার মাধ্যমে ১৯৮৮ সালের ২৬ আগস্ট বলিউডে পা রাখেন তিনি। এরপর একের পর এক অভিনয় দিয়ে বাজিমাত করেন। বলিউড জীবনের এই ৩৪ বছর উদযাপন উপলক্ষে ভক্তদের নতুন সিনেমার লুক দিয়ে চমকে দেন ভাইজান। তাঁর নতুন সিনেমার নাম, ‘কিসি কা ভাই... কিসি কি জান’।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন সালমান। ভিডিও শুরুর এক অংশে দেখা যায়,ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমান লেখেন, ‘‘৩৪ বছর আগেও ছিল ‘এখন’ এবং ৩৪ বছর পরেও ‘এখন’... আমার জীবনের সফর শুরু হয়েছিল, যখন আমার কিছু ছিল না এবং দুটি শব্দে এসে পৌঁছেছে ‘এখন’ এবং ‘এখানে’। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ’’বাকি অংশে সালমান তার নতুন সিনেমা লুকও দেখিয়েছেন কিছুটা। যেখানে হাওয়ায় দুলছে লম্বা চুল,চোখে রোদ চশমায় নজরকাড়া লুকে ভাইজান।
অনন্য স্টাইলের এই ভিডিওর ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ’কিসি কা ভাই..কিসি কি জান’এই লুকই হতে পারে সালমান খানের আসন্ন নতুন সিনেমা। তবে সেই ব্যাপারে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি।
এমআই