তরিকুল ইসলাম তারেক:
আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ, যশোরের ফরেনসিক মেডিসিন বিভাগের স্বনামধন্য শিক্ষক, সহযোগী অধ্যাপক ও সাবেক সিভিল সার্জন ডা. মোঃ সালাহ উদ্দিন খান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ (২৮ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
পারিবারিক সূত্র জানায়, তিনি কিছুদিন আগে জন্ডিস রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ভারতে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরে দেশে ফিরিয়ে আনা হলে তিনি ঢাকার একটি ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কর্মজীবনে তিনি একজন ফরেনসিক মেডিসিন বিভাগের সফল শিক্ষক ছিলেন। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপারিন্টেন্ট, পরে যশোর সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন শেষে সরকারি চাকুরি থেকে অবসরে যান তিনি।
এরপর যোগদেন যশোরের বেসরকারি মেডিকেল কলেজ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে। এখানে তিনি দীর্ঘদিন ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ একই বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এবং দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
যশোর শহরের পুরাতন কসবা কাজী পাড়ায় নিজস্ব বাড়িতে পরিবারের সাথে বসবাস করতেন তিনি। তার পৈত্রিক নিবাস শার্শা উপজেলার সালতা গ্রামে। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামাল উদ্দিন।
সময় জার্নাল/এলআর