বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। শনিবার একটি ফিটনেস ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেতা। হলুদ টি-শার্ট, সাদা ক্যাপ এবং সাদা প্যান্ট পরে দেখা গিয়েছিল তাকে। হৃতিকের কাছ থেকে গুডি ব্যাগ নেওয়ার জন্য একজন ভক্তকে মঞ্চে ডাকা হয়েছিল।
ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয় অভিনেতাকে সামনে দেখতে পেয়ে ওই ভক্ত হৃতিকের পা স্পর্শ করেন। বিনিময়ে ভক্তের পা ছুঁয়েছেন অভিনেতাও। নেটমাধ্যমে হৃতিকের এই ভিডিও শেয়ার হতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।
শিগগিরই হৃতিককে ‘বিক্রম বেদা’ ছবিতে দেখা যাবে। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে হৃতিকের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান। ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃতিক। সাইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে। তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই ছবি। তামিল ছবি 'বিক্রম বেদা'তে আর মাধবন এবং বিজয় শেতুপতি অভিনয় করেছিলেন।
এই ছবিতে পুলিশ ইনসপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হল গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পালটে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি- সেই নিয়ে এগোবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ। সব কিছু ঠিক থাকলে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘বিক্রম বেদা’।
‘ওয়ার’ ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-য়েও অভিনয় করেছেন হৃতিক। এই ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা যাবে তাঁকে। আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এমআই