স্পোর্টস ডেস্ক: আরব সাগর পাড়ে এই লড়াই জয়-পরাজয় ছাপিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যেই লড়াইয়ে জয় ছাড়া কোনো উপায় নেই, সুযোগ নেই হেরে যাওয়ার। হেরে গেলেই বিদায়, লজ্জায় মাথা নিচু করে ফিরতে হবে দেশে।
বিপরীতে জয় পেলে উঠে যাবে এশিয়া কাপের সেমিফাইনালে। দুই দলের লক্ষ্য, উদ্দেশ্য এখন একটাই। এমনকি দুই দলের বৈশিষ্ট্যও এখন একই।
দুই দলই পাড় করছে তাদের বাজে সময়। শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের অবস্থাও প্রায় একই। শ্রীলঙ্কার জয় ২ ম্যাচে, বিপরীতে বাংলাদেশের জয় ৩ ম্যাচে।
আবার দুই দলই আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ হেরে এখন খাদের কিনারে। সামান্য পা পিছলে গেলেই অতল গহ্বরে। দুটো দলই আফগানিস্তানের সাথে হেরেছে খুবই বাজেভাবে। যার মাশুল হিসেবে আজ জীবন-মরণ সন্ধিক্ষণে।
দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১২ টি টি-টোয়েন্টি ম্যাচে। যেখানে ৮ জয় লঙ্কান সিংহদের, বিপরীতে ৪ জয় আছে বাংলার বাঘদের। তবে শেষ ৩ দেখায় ২ জয়ে পাল্লা ভারী বাংলাদেশের, যদিও শেষ ম্যাচে জয় তাদের।
শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ২ দল। যেখানে বাংলাদেশ হেরে যায় ৫ উইকেটে।
সময় জার্নাল/এলআর