নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজ উদ্যোক্তা ও ব্যবসায় সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হলো ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্টস পেন্টা স্কিলস ফর ফ্রেশার্স এম্পলয়াবিলিটি সামমিট ডে।
সোমবার (৫ সেপ্টেম্বর) কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ সামিট অনুষ্ঠিত হয়।
ক্লাব মডারেটর সহকারী অধ্যাপক রিতা খন্দকার এবং ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো: সালাউদ্দিনের ত্বত্তাবধানে এবং ওয়ালটন, ইফাদ, পিপল স্কেপ, ৭১ টিভি, রেডিও কার্নিভাল, ঘুড়ি লার্নিং এর সহযোগিতায় আয়োজিত হয়েছে ওয়াল্টন ল্যাপটপ প্রেজেন্টস পেন্টা স্কিল ফর ফ্রেশার্স এম্পলয়াবিলিটি।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ইন্সপায়ারশনাল অফিসার এট ডন সামদানী ফ্যাসালিটিস এবং ম্যানেজিং ডিরেক্টর এট আই কে আই জি এ আই এইচআর সার্ভিসেস এবং লাভজেন বাংলাদেশের গোলাম সামদানী ডন, তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এ.এস.এম আসাদুজ্জামান, কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল।
এইদিনে ৫ দিন ব্যাপী হওয়া কর্মশালার উপর ভিত্তি করে ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান এবং স্পনসর-পার্টনার সহ সকল সহযোগীদের ধন্যবাদ জ্ঞাপনের সাথে
সকলের যৌথ উদ্দ্যোগে সুষ্ঠু ভাবে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
এমআই