মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ডাকাতির প্রস্ততিকালে অস্ত্রসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত চার ডাকাতকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া খালে ৮-১০ জনের ডাকাতদল ট্রলার যোগে এসে সোমবার রাত ১০ টার দিকে আড়পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নোঙ্গর করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এমন সময় স্থানীয়রা টের পেয়ে আমতলী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় কালাম মৃধা (৫০), ফোরকান প্যাদা (৩৬), , নান্নু গাজী (৩০) ও শাহীন খানকে (২২) গ্রেফতার করে।
পরে ওই ট্রলারে তল্লাশী চালিয়ে দশটি দেশীয় অস্ত্র, দুটি খেলনা বন্দুক ও ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় কালাম মৃধাকে প্রধান আসামী করে থানার ডাকাতির প্রস্ততি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানার একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক মোঃ আরিফুর রহমান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকতার্ এসআই দাদন মিয়া বলেন, স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, চার ডাকাতের বিরুদ্ধে ডাকাতির প্রস্ততির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এলআর