নিজস্ব প্রতিবেদক, ঢাকা : প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় দেশব্যাপী আট দিনের কঠোর বিধিনিষেধের আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দিন।
সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠে কঠোর অবস্থানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এই আট দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সব বন্ধ থাকছে।
জরুরি সেবামূলক প্রতিষ্ঠান-সংস্থা এবং শিল্প কারখানা খোলা আছে। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা। এ ছাড়া গণপরিবহন ও সব ধরনের ফ্লাইট বন্ধ আছে। স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে ছয় ঘণ্টা খোলা থাকছে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান।
বিধিনিষেধ কার্যকরে রাজধানীতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পথে পথে দেয়া হয়েছে ব্যারিকেড। জরুরি কাজে কেউ বের হলেও পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি যানবাহনে চলছে তল্লাশি।
‘মুভমেন্ট পাস’ ছাড়া যানবাহন ফিরিয়ে দেয়া হচ্ছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে।
সময় জার্নাল/আরইউ