অর্থনৈতিক প্রতিবেদক : করোনাকালীন কঠোর নিষেধাজ্ঞার মধ্যে নতুন নির্দেশনা অনুসরণ করে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ব্যাংক খুলেছে। ব্যাংকিং কার্যক্রম শুরু হয় সকাল ১০টা থেকে। চলবে বেলা ১টা পর্যন্ত। এ ছাড়া ব্যাংক খোলা থাকবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।
সকালে রাজধানীর বিভিন্ন ব্যাংকে গ্রাহকের তেমন চাপ লক্ষ্য করা যায়নি। কয়েকজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ গ্রাহকের চাপ কম থাকলেও অন্যান্য গ্রাহকের উপস্থিতি রয়েছে। আমদানি ও রপ্তানিসংক্রান্ত কাজ চলছে। মতিঝিল ও মৌচাক, ধানমন্ডি এলাকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা জানান, জরুরি লেনদেন ছাড়া অন্য কাজে ব্যাংকে কেউ আসছেন না। যারা এসেছেন, তাদের বেশির ভাগই ব্যবসা সংক্রান্ত ও টাকা তোলার জন্য।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে সারা দেশে ‘সর্বাত্মক কঠোর বিধিনিষেধ’ শুরু হয়। এর আওতায় প্রথমে ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। তবে পরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। গেল মঙ্গলবার ব্যাংক খোলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রতিটি ব্যাংকের উপজেলা শহরের একটি শাখা খোলা থাকবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। আর সিটি করপোরেশন এলাকার দুই কিলোমিটারের মধ্যে একটি শাখা প্রতি কর্মদিবসে খোলা রাখতে হবে। এ ছাড়া প্রধান শাখাসহ বৈদেশিক মুদ্রায় অনুমোদিত ডিলার শাখা খোলা রাখতে হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ সময়ে ব্যাংকিং কার্যক্রম চলবে।
সর্বাত্মক কঠোর বিধি নিষেধের আওতায় প্রথমে ব্যাংক ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় ১৩ এপ্রিল রাজধানীর বিভিন্ন এলাকার ব্যাংকগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড় হয়। ওই দিন বেশির ভাগ ব্যাংকেই বাইরে গ্রাহকের লম্বা লাইন লক্ষ করা যায়। ব্যাংকগুলোতে টাকা উত্তোলনের ব্যাপক চাপও ছিল।
সময় জার্নাল/এসএ