মোঃ মিরাজুল ইসলাম, খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ২ টায় বাঁধন, খুবি ইউনিটের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়েছে।
এ কর্মসূচীর উদ্বোধন করেন খুবির সেন্ট্রাল মসজিদের ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মুন্না সহ অন্যান্য কর্মীরা।
উপস্থিত বাঁধন কর্মীরা বলেন, বর্তমান বিশ্বে যে পরিমান বৃক্ষ নিধন করা হয় সে পরিমান বৃক্ষ রোপন করা হয় না। পৃথিবীর আদ্রতা বৃদ্ধি পাওয়া সহ পাখির অভয়ারণ্য হ্রাস পাওয়ার সাথে মূলত বৃক্ষ নিধন দায়ী। অতিরিক্ত বৃক্ষ নিধনের কারনে প্রকৃতপক্ষে মানুষরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের পরিবেশকে এই বিরূপ পরিস্থিতির হাত থেকে বাচাতে এই কার্যক্রম।
বর্তমানে আমাদের দেশে বৃক্ষ নিধন একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। এই ব্যাধিকে রুখতে না পারলে সমাজের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। তাই প্রশাসনের উচিত বৃক্ষ নিধন কঠোর হস্তে দমন করা।
সুন্দর সমাজ গঠনে ও আমাদের পরিবেশ কে ঠিক রাখার জন্য আমাদের বৃক্ষ নিধন বন্ধ করতে হবে।
সময় জার্নাল/এলআর