মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাফ মহিলা চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারের সদস্যদেরকে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খান, এডিএলজি সাতক্ষীরা মাশরুবা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাবিনা খাতুনের মা মমতাজ বেগম প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফুজ্জামান আশু, সাবেক ফিফা রেফরী তৈয়ব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রিন্স, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহা দিবা খান সাথী প্রমুখ।
সংবর্ধিত অতিথি সাবিনা খাতুন বলেন, আমার স্বপ্ন ছিল দক্ষিন এশিয়ার ফাইনালের ট্রফিটা দেশের মানুষের জন্য এনে দিব। আমার সেই স্বপ্ন পুরুন হয়েছে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণের সময় অন্য দলগুলো আমাদেরকে আন্ডারডগ ভেবেছিল। কিন্তু আমি সব দলগুলোকে সম্মান দেখিয়ে আমার সতীর্থদেরকে উজ্জ্বিবিত করেছি। তাদরেকে সাহস জুগিয়েছি।
কোচ আমাদেরকে মানসিক ভাবে দৃঢ় থাকার পরামর্শ দিয়েছেন। পেশাদারিত্বে পিছিয়ে থাকলেও তারুণ্য এবং মানসিক শক্তি নির্ভর দল নিয়ে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে নিয়েছে। অনেক দলই শিরোপা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হলেও বাংলাদেশের খেলোয়াড়দের মনোবলের কাছে পরাজিত হয়েছে।
প্রধান অতিথি এমপি রবি বলেন, সাবিনা সম্মিলতভাবে সাফ ফুটবলে দেশকে চ্যাম্পিয়ন করে বাঙালী জাতীকে গর্বিত করেছে। সাবিনা দেশের ক্রীড়াঙ্গনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য আমরা সাতক্ষীরাবসী গর্বিত। এখন সাতক্ষীরাকে নিয়ে আমরা অহংকার করি। সাবিনার খারপ অবস্থার উত্তরণে যা যা করা দরকার আমরা তা করবো। তার পরিবারকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। একটা মানুষকে তার জীবদ্দশায় সম্মান্বিত করা ভাল উল্লেখ কওে তিনি বলেন, আমরা সবাই মিলে খেলোয়াড়দের উন্নয়নে সহযোগিতা করবো।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবিনাকে একটি ক্রেস্ট ও নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়। একই সাথে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাবিনাকে ৩ লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষনা দেন।
ছুটি না পাওয়ার কারণে দলের অন্যতম সদস্য সাতক্ষীরার অপর খেলোয়াড় মাসুরা সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। পরবর্তীতে সাবিনা ও মাসুরা কে নিয়ে গণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথা জানান জেলা প্রশাসক। সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনার মা মমতাজ বেগম ও তার পরিবারের অন্যান্য সদস্য, স্থানীয় কোচ প্রয়াত আকবর আলীর স্ত্রী উপস্থিত ছিলেন। এর আগে শুক্রবার সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাবিনা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সময় জার্নাল/এলআর