মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী পৌরসভার আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জন ও ধর্মীয় নেতাদের নিয়ে পৌরসভা মিলনায়তনে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খাঁন সোহেল এর সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রসাশক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি নোয়াখালী সকল ধর্মাবলম্বীদের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহবান জানান। অনুষ্ঠানে হিন্দুধর্মীয় লোকজন, মসজিদের ইমাম সহ সর্ব দলীয় লোকজন অংশগ্রহন করেন।
এমআই