রুহুল সরকার, রাজীবপুর(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ১২ বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৬ সেপ্টেম্বর) উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে দিন ব্যাপি এই সন্মেলন অনুষ্ঠিত হয়। নতুন কমিটি ঘোষণা করা হয় দিবাগত রাত ১২ টার পর।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন শফিক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ও সমন্বক রংপুর বিভাগীয় কেন্দ্রীয় প্রতিনিধি, কুড়িগ্রাম ৪ আসনের সংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন, এ্যাডভোকেট হুসনে আরা লুৎফা ডালিয়া, (সাবেক এম.পি)সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, এ্যাডভোকেট সফুরা বেগম রুমি,কুড়িগ্রাম জেলা আ'লীগ সভাপতি জাফর আলী, সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান বলেন,আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপি জামাত এবং বিভিন্ন অপশক্তি নানা অপপ্রচার চালাচ্ছে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে এগুলো গ্রাম পর্যায়ের মানুষের কাছে জানাতে হবে। অসহায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বীর নিবাস তৈরি করছেন বলেও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজীবপুরে উপজেলা আ'লীগ সভাপতি আব্দুল হাই সরকার। সাধারণ সম্পাদক শফিউল আলমের সঞ্চালনা করার কথা থাকলেও শারীরিক সমস্যা জনিত কারনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম মুকুল, আলোচনা সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা কর নেতৃবৃন্দ।
দিনভর সন্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা করা হয় মধ্যেরাতে। কেন্দ্রীয় ও বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষনা করে এতে সভাপতি পদে আব্দুল হাই সরকার এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কুর নাম ঘোষণা করেন।
এমআই