খালেদ হোসেন টাপু , রামু:
রামু উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা বলেছেন বাল্য বিয়ে বন্ধে রামু উপজেলার ১১ টি ইউনিয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার ও সমাজ পতিদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন বাল্য বিয়ে সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যান বয়ে আনেনা, এব্যাপারে তিনি রামু উপজেলায় বিশেষ করে অবিভাবকদের সজাগ থাকার আহবান জানান।
(৩ অক্টোবর) সোমবার সকালে নিকাহ রেষ্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা সৌজন্যে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নিকাহ রেজিষ্ট্রার রা বাল্য বিয়েকে জিরো টলারেন্সে নিয়ে যেতে অগ্রাধিকার বিবেচনায় কন্যার নিজ্স্ব ইউনিয়নের কাজী অফিসে বিবাহ নিবন্ধনের উপর গুরুত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতির রামু উপজেলা সভাপতি কাজী এরশাদুল্লাহ( ফতেখারকুল ইউনিয়ন) সাধারন সম্পাদক কাজী মোঃ হাসান(খনিয়াপালং ইউনিয়ন), কাজী সাইফুদ্দীন(চাকামারকুল ইউনিয়ন) কাজী নেছার উদ্দীন আহমদ ( গর্জনিয়া ইউনিয়ন)কাজী এম,আবদুল্লাহ আল মামুন(কাউয়ারখোপ ইউনিয়ন) কাজী আবু বক্কর ছিদ্দিকী কাজী শফিউল আলম ( রশিদ নগর ইউনিযন) কাজী মোঃ নুরুল হাসান ( ঈদগড় ইউনিয়ন)।
এমআই