বিনোদন প্রতিবেদক:
ভারতীয় স্যাটেলাইট চ্যানেল, জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো, মীরাক্কেল সিজন দশের অন্যতম ফাইনালিস্ট এবং তরুণ কন্টেন্ট রাইটার আফনান আহমেদ রাশেদের জন্মদিন আজ।
তিনি জালাল আহমেদ এবং রাশেদা বেগম দম্পতির সর্ব কনিষ্ঠ ছেলে।
ছোট বেলা থেকেই চঞ্চল ও দুষ্টু প্রকৃতির রাশেদের ছেলেবেলা কাটে নারায়ণগঞ্জের জেলার ফতুল্লা এলাকায়। সেখানেই তার জন্ম, বেড়ে উঠা এবং পড়াশোনার হাতেখড়ি। মাধ্যমিক শেষ করেন, ফতুল্লা পাইলট হাই স্কুল,এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন, নারায়ণগঞ্জের প্রানকেন্দ্রে অবস্থিত সরকারি তোলারাম কলেজ থেকে।
বর্তমানে তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে স্নাতক পড়াশোনা করছেন।
রাশেদ, স্ট্যান্ড আপ কমেডি এবং কন্টেন্ট রাইটার হিসেবে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তাছাড়া ইন্টার এক্টিভ ডিজিটাল লার্নিং বাংলাদেশ নামক একটি অনলাইন প্লাটফর্মে ডিজিটাল ইন্সট্রাক্টর হিসেবে নিয়োজিত আছেন।
২০২২ সালের তার লেখা মীরাক্কেলের গল্প ও আদ্যোপান্ত নিয়ে লেখা বই " মীরাক্কেল এক্সপ্রেস " পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। রকমারি সহ বইবাজার মতো অনলাইন বুক সেলিং তালিকাতাও বেস্ট সেলারে লেখকের তালিকায় উঠে আসে।
তাছাড়া বিভিন্ন টেলিভিশন, রেডিও, ষ্টেজে এখনও তার সরব উপস্থিতির মাধ্যমে দর্শকদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন।
এমআই