স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলন হবে। এতে একজন কাউন্সিলরও যদি তাকে দলের নেতৃত্বে দেখতে না চান, তাহলে তিনি বিদায় নিতে প্রস্তুত আছেন।
বৃহস্পতিবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী এই সংবাদ সম্মেলনে আসেন।
আওয়ামী লীগের সম্মেলনে এবার কোনো চমক থাকবে কি না, শেখ হাসিনা কোনো নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসবেন কি না- এমন এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের একটি কাউন্সিলরও যদি বলেন, আমাকে চায় না, আমি থাকব না। আওয়ামী লীগের নেতৃত্বে কে থাকবে তা পুরোপুরি কাউন্সিলরদের সিদ্ধান্ত। আমার তো সময় হয়ে গেছে। বিদায় নেয়ার জন্য আমি প্রস্তুত।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, করোনা এবং ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, পাল্টা স্যাংশনের মধ্যেও আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে পেরেছি। এটা শুধু আমাদের কথা নয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও তাই বলছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর থেকেই একটার পর একটা সংকট তৈরির চেষ্টা হয়েছে। জনগণের সমর্থন থাকায় আমরা এসব সংকট মোকাবিলা করতে পেরেছি।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
গত ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রীয় সফরে বৃটেন যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। এরপর নিউ ইয়র্কের উদ্দেশে ১৯ সেপ্টেম্বর লন্ডন ত্যাগ করেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শেখ হাসিনা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। সোমবার দিবাগত রাত ১টায় দেশে পৌঁছান প্রধানমন্ত্রী।
এমআই