খালেদ হোসেন টাপু, রামুঃ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনে কক্সবাজারের রামুর ফকিরা বাজারের পূর্বপাশে বাঁকখালী নদীতে সম্প্রীতির বন্ধনে জাহাজ ভাসা উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে ‘সম্প্রীতির জাহাজে, ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার' এ শ্লোগানে জাহাজ ভাসানোর উৎসবের আয়োজন করা হয়। নদীর দু'পাড়ে বসেছে হাজার হাজার নর-নারীর সম্প্রীতির সম্মিলন। এ উৎসবের আয়োজন করেছে রামু কেন্দ্রীয় প্রবারনা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদ।
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাং ঘাটাস্থ বাঁকখালী নদীর তীরে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রামু বাঁকখালীর তীরে রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজিত অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন ঢাকা মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু সুনন্দপ্রিয়।
কক্সবাজার ৩ আসনের (সদর-রামু-ঈদগাঁও) মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু এমন স্বপ্ন দেখেছিলেন। যে দেশে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সকলে মিলে একসাথে বসবাস করবে। সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আজ বাস্তবায়ন করেছে। আজ রামুতে জাহাজ ভাসা উৎসবে এসে সর্বস্তরের মানুষের উপস্থিতি দেখে সম্প্রীতির প্রমাণ পেয়েছি।
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষন বড়ুয়া,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি রামুর কৃতি সন্তান এস এম সাদ্দাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তাফা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ ভিক্ষু শীল প্রিয় থের, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, রামু স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান , বিটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি, টিটিএন চেয়ারম্যান সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, রামু উপজেলা পূজা, উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক, কক্সবাজার ওয়াল বুড্ডিস এসোসিয়েশন এর সভাপতি অরবিন্দু বড়ুয়া অমল, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রামু উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়ুয়া (এমইউপি), রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।
অনুষ্ঠানের সংবধিত অতিথি হিসেবে ছিলেন ঢাকার সাংবাদিক নাজনীন মুন্নি। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদ'২২ সভাপতি এটিএন নিউজের কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক অর্পন বড়ুয়া। এতে আরো বক্তব্য রাখেন রামু কেন্দ্রীয় প্রবারণা ও জাহাজ ভাসা উৎসব উদ্যাপন পরিষদ'২২ এর সমন্বয়ক বিপুল বড়ুয়া আব্বু মেম্বার, সাধারণ সম্পাদক জিজ্ময় বড়ুয়া ও অর্থ সম্পাদক অক্ষয় বড়ুয়া।
দেখা গেছে, রামুর পূর্ব রাজারকুল, হাজারীকুল, হাইটুপী রাখাইন পাড়া, হাইটুপী বড়ুয়াপাড়া, দ্বীপ-শ্রীকুল, জাদিপাড়া ও মেরংলোয়া গ্রাম থেকে মোট ৯টি কল্পজাহাজ নদীতে ভাসানো হয়েছে। সাত-আটটি নৌকার উপর বসানো বাঁশ, বেত, কাঠ এবং রঙিন কাগজ দিয়ে অপূর্ব কারুকাজে তৈরি এক-একটি কল্প জাহাজ আকর্ষণীয় নির্মাণ শৈলীর কারণে খুব সহজেই সবার দৃষ্টি কাড়ে। প্রতিটি জাহাজেই আছে একাধিক মাইক। ঢোল, কাঁসর, মন্দিরাসহ নানা বাদ্যের তালে জাহাজের উপরে শিশু কিশোর ও যুবকরা নেচে গেয়ে অন্যরকম আনন্দে। জাহাজ নিয়ে ভেসে এপার থেকে ওপারে যেতে যেতে মাইকে চলে বৌদ্ধ কীর্তন-নাচসহ নানা আনন্দায়োজন।
রামু কেন্দ্রীয় প্রবারনা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক অর্পণ বড়ুয়া জানান,
প্রশাসনের সার্বিক নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে রামু উপজেলার বৌদ্ধ পল্লীর যুব সমাজের তৈরিকৃত নয়টি কল্প জাহাজ বাঁকখালি নদীতে ভাসানো হয়েছে।
রামু কেন্দ্রীয় প্রবারনা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী বিপুল বড়ুয়া আব্বু জানান পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলবানীর মাধ্যমে দুপুর ২ টার দিকে জাহাজ ভাসানো উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় । দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আনন্দ আয়োজন। প্রবারণা পূর্ণিমা ও জাহাজ ভাসা উৎসবকে কেন্দ্র করে দীর্ঘ তিন মাস ব্যাপী রামুর বৌদ্ধ পল্লীতে আনন্দ আয়োজনের পর মহা উৎসাহ উদ্দীপনার মাঝে এ উৎসব সম্পন্ন করা হবে।
এমআই